ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

পাতলা খান লেনের বাসিন্দা সাফা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৫, আগস্ট ২৬, ২০১৮
পাতলা খান লেনের বাসিন্দা সাফা! ‘পাতলা খান লেনে বাঘ আসিয়াছিলো’ নাটকের একটি দৃশ্যে সাফা কবির

একটি গলির নাম পাতলা খান লেন। এই গলির ৪ তলা বাড়িতে ভাড়া থাকে চারটি পরিবার।

এরমধ্যে নিচতলায় পরিবার নিয়ে থাকেন লিটন। দ্বিতীয় তলায় স্বপ্না এবং তার পরিবার।

৪র্থ তলায় থাকেন আলিম আর তার স্ত্রী উর্মি। আলিম কামরাঙ্গির চড়ের স্থানীয়। কিন্তু মা আর বোনের সঙ্গে তার স্ত্রীর বনিবনা না হওয়াতে সে এখানে ভাড়া থাকেন।

স্ত্রীর সঙ্গে তার বয়সের পার্থক্য প্রায় ২০ বছর! তবে আলিম উর্মিকে অনেক ভালোবাসেন। নতুন এলাকায় আসার পর থেকেই সবাই তার স্ত্রীর প্রতি বেশি আগ্রহ দেখায়। কিন্তু এই বিষয়টি আলিমের একেবারে ভালো লাগে না।

এদিকে একদিন ছাদে কাপড় শুকাতে যেয়ে স্বপ্না দেখে পাশের গলির মেসবাড়ির সৌরভ উর্মির ঘর থেকে বেরিয়ে দ্রুত স্থান ত্যাগ করছে। সঙ্গেসঙ্গে স্বপ্না এই খবর এলাকার মানুষদের কাছে ছড়িয়ে দেয়। এরপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘পাতলা খান লেনে বাঘ আসিয়াছিলো’। সাধনা আহমেদের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন আবদুল্লাহ আল মুক্তাদির ও ফাহাদ খান। এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সাফা কবির প্রমুখ।

ঈদ উপলক্ষে সোমবার (২৭ আগস্ট) রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।