ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

তপন চৌধুরীর ‘এইতো বেশ আছি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, আগস্ট ১৯, ২০১৮
তপন চৌধুরীর ‘এইতো বেশ আছি’ তপন চৌধুরী

ঈদুল আজহা উপলক্ষে সঙ্গীতশিল্পী তপন চৌধুরী শ্রোতাদের জন্য নতুন একটি গান উপহার দিলেন।

শহীদ মাহমুদ জঙ্গীর কথায় ‘এইতো বেশ আছি’ শিরোনামের গানটির সুর করেছেন আলাউদ্দিন মাহমুদ সমীর। সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

এতে তপন চৌধুরীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন স্বরলিপি। ঈদকে সামনে রেখে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।

এ প্রসঙ্গে তপন চৌধুরী বলেন,  গানটির কথা-সুর বেশ ভালো লেগেছে। অন্যদিকে সুমন কল্যাণ দারুণ সঙ্গীতায়োজন করেছেন। স্বরলিপির গায়কীও চমৎকার। সব মিলিয়ে সুন্দর একটি গান তৈরি হয়েছে। গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।