ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

বিনোদন

আসিফ আকবরের ‘দিল দিওয়ানা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৫, আগস্ট ১০, ২০১৮
আসিফ আকবরের ‘দিল দিওয়ানা’ আসিফ আকবর

ঈদ উপলক্ষে প্রকাশ পেলো জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের ‘দিল দিওয়ানা’ গানের ভিডিও।

‘নাক গলাতে চাই না মেয়ে মন গলাতে চাই/ আমি শুধু তোমার মতো একটা তুমি চাই..’ এমন কথার গানটি লিখেছেন নীহার আহমেদ। প্লাবন কোরেশীর সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ।


 
গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, সমালোচকদের চেয়ে আমি বরাবরই বিনোদনপ্রিয় শ্রোতাদের প্রাধান্য দেই। এই গানে শ্রোতারা সেই মজাটা পাবেন। ভিডিওটি দারুণ হয়েছে। আমার কাছে যেহেতু ভালো লেগেছে, দর্শকদেরও মন্দ লাগবে না।

সম্প্রতি সেভেন টিউনস এন্টারটেইনমেন্টের ব্যানারে গানটির ভিডিও মুক্তি পেয়েছে। এতে মডেল হয়েছেন সুপ্ত, তাহি ও একদল নৃত্যশিল্পী। ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

** ‘দিল দিওয়ানা’ গানের ভিডিও
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।