ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

আগামী বছর মুক্তি পাবে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, জুলাই ৩০, ২০১৮
আগামী বছর মুক্তি পাবে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ অনন্যা পাণ্ডে, টাইগার শ্রফ ও তারা সুতারিয়া

করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’তে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে ও নবাগতা তারা সুতারিয়া।

আগামী ২৩ নভেম্বর সিনেমাটির মুক্তির তারিখ ঠিক হয়েছিল। কিন্তু সোমবার (৩০ জুলাই) জানা গেলো সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।

৬ মাস পিছিয়ে সিনেমাটির মুক্তির নতুন তারিখ ঠিক করা হয়েছে ২০১৯ সালের ১০ মে। করণ জোহর টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন নগরীতে গত ৯ এপ্রিল থেকে পুনিত মালহোত্রা পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার দ্বিতীয় কিস্তির শুটিং শুরু হয়।

এর আগে ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ানের। তিনজনই এখন বলিউড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত তারকা।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।