ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

জাহিদ-ঈশানার ‘একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৯, জুলাই ২৮, ২০১৮
জাহিদ-ঈশানার ‘একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা’ ঈশানা ও জাহিদ হাসান

আসিফ-নিশার সুখের সংসার। সেটি আরও বেশি সুখের হয়ে ওঠে আসিফের নিয়মিত নিশাকে সোনার গহনা উপহার দেয়ায়।

একদিন নিশার মা মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। কিন্তু সেই রাতেই চুরি হয়ে যায় নিশার সব গহনা।

এই চুরির তদন্ত করতে আসে প্রাইভেট ডিটেকটিভ টাবলু। এমনই গল্প নিয়ে নির্মিত হচ্ছে ঈদুল আজহার বিশেষ নাটক ‘একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা’।

শিবরাম চক্রবর্তীর ‘একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে নাটকটি। আহমেদ খান হীরক ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনায় এটি পরিচালনা করছেন জাহিদুল ইসলাম জাহিদ।

এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, সাজু খাদেম ও ঈশানা। দীপ্ত টেলিভিশনে ঈদুল আজহায় প্রচারিত হবে ‘একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা’।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।