ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

আসিফের 'ডুবোপ্রেম'

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১১, জুলাই ২৪, ২০১৮
আসিফের 'ডুবোপ্রেম' আসিফ আকবর ও সামিয়া হক

এবার এলো জনপ্রিয় গায়ক আসিফ আকবরে নতুন গানের ভিডিও 'ডুবোপ্রেম'। বরাবরের মতো এতেও মডেল হয়েছেন তিনি নিজেই। তার সঙ্গে রয়েছেন মডেল সামিয়া হক। সোমবার (২৩ জুলাই) সন্ধ্যায় ভিডিওটি ইউটিউবে প্রাকাশিত হয়েছে।

নতুন গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘ডুবোপ্রেম'-এ আমার শ্রোতা-দর্শকরা ভিন্ন স্বাদ পাবেন। অডিওতে রয়েছে দারুণ কথামালা।

ভিডিওতে রয়েছে সিনেমার ঢংয়ের অ্যাক্টিং,ড্যান্স ও এক্সপ্রেশন। সব মিলিয়ে নতুন চমক রয়েছে গানের ভিডিওটিতে।

নতুন প্রযোজনা প্রতিষ্ঠান জেডএস এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত গানটি লিখেছেন নীহার আহমেদ। প্লাবন কোরেশীর সুরে সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ। ভিডিও নির্দেশনা দিয়েছেন বিকে শাহীন খান।

সামিয়া হক বলেন, আসিফ আকবরের সঙ্গে কাজ করতে পারাটা দারুন সৌভাগ্যের। সেইসঙ্গে তার গান দিয়েই জেডএস এন্টারটেইনমেন্টের যাত্রা শুরু হলো। আশা করছি আমরা ইন্ডাস্ট্রিকে ভিন্ন কিছু উপহার দিতে পারবো।

**‘ডুবোপ্রেম'র ভিডিওবাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।