ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

পর্দায় শ্রীদেবী হবেন রাকুল প্রীত!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, জুলাই ২৩, ২০১৮
পর্দায় শ্রীদেবী হবেন রাকুল প্রীত! শ্রীদেবী ও রাকুল প্রীত

বেশ কিছুদিন আগে ভারতের অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও অভিনেতা এনটি রামা রাওয়ের জীবনী নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তেলেগু নির্মাতা তেজা। বিগ বাজেটের সিনেমাটিতে এনটিআরের জীবনের অজানা অনেক দিক তুলে ধরা হবে বলে জানা যায়।

সিনেমাটিতে এই অভিনেতার স্ত্রী ভাসাবাথারাকামের চরিত্রে অভিনয় করবেন বিদ্যা বালান। এবার শোনা যাচ্ছে একই সিনেমায় বলিউড কিংবদন্তি শ্রীদেবীর চরিত্রে রাকুল প্রীত সিংকে পর্দায় দেখা যাবে।

তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায় আছে। শিডিউলজনিত কারণে রাকুল বায়োপিকটিতে এখনও চূড়ান্ত হয়নি।

শ্রীদেবী ও এনটিআর জুটি বেঁধে মোট ১৪টি সিনেমায় অভিনয় করেছেন। এরমধ্যে অনেকগুলো সিনেমা হিট ছিল। এনটিআর ১৯৫৬ সালে বলিউডের ‘নয়া আদমি’ সিনেমাতেও অভিনয় করেছিলেন।

এদিকে, ২০১৪ সালে ‘ইয়ারিয়ান’ সিনেমার মাধ্যমে রাকুল প্রীতের সিনেমায় অভিষেক ঘটে। কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ‘আইয়ারি’ সিনেমায় এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা যায়। বর্তমানে আজয় দেবগণের নতুন একটি সিনেমায় তিনি অভিনয় করছেন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
জেআইএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।