ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

আসছে শানের ‘বর্ষা বন্দনা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, জুলাই ২২, ২০১৮
আসছে শানের ‘বর্ষা বন্দনা’ ‘বর্ষা বন্দনা’ মিউজিক ভিডিওর একটি দৃশ্যে ফয়সাল ও ইভানা

নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন ‘কন্যারে’খ্যাত সংগীতশিল্পী ও সংগীত পরিচালক শান। সম্প্রতি ‘বর্ষা বন্দনা’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে।

সোমেশ্বর অলি কথায় গানটির সংগীত পরিচালনা করেছেন অভিজিৎ জিতু। সুর করেছেন শান নিজেই।

লতা আচারিয়ার পরিচালনায় ‘বর্ষা বন্দনা’র মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ইভানা, ফয়সাল দীপ ও পুতুল। চিত্রগ্রহণে ছিলেন বিদ্রোহী দীপন।

গানটি প্রসঙ্গে শান বলেন, বর্ষার এই সময়ে সোমেশ্বর অলির চমৎকার একটি লিরিক নিয়ে কাজ করলাম। ভিডিওটাও অন্যরকম হয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।

পরিচালক লতা আচারিয়া বলেন, এই কাজটি দারুণ উপভোগ করেছি। কারণ আমরা সবাই একটা পরিবারের মতোই কাজ করেছি। গানের অডিও আমার দারুণ পছন্দের। গানের ভিডিওটিও সেই মতো সাজানোর চেষ্টা করেছি।

সেভেন টিউনস এন্টারটেইনমেন্টের ব্যানারে আগামী ২৬ জুলাই ‘বর্ষা বন্দনা’ ইউটিউবে মুক্তি দেয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।