মধ্যবিত্ত দম্পতির জন্য গলার কাঁটা হয়ে দাঁড়ানো ছাগলটা অস্থির করে তুললেও তার প্রতি কোথায় যেন একটা মায়ার টানও অনুভব করে দু’জনে।
এই গল্প নিয়ে সাজানো হয়েছে ঈদুল আজহার নাটক ‘ব্যা-আক্কেল’।
একঘণ্টার নাটকটি লিখেছেন আহমেদ খান হীরক ও ওয়াহিদুজ্জামান সবুজ। পরিচালনায় মেহেদী হাসান সোমেন। তারা জানিয়েছেন, দীপ্ত টিভির পাঁচ দিনের ঈদুল আজহার আয়োজনে থাকছে ‘ব্যা-আক্কেল’।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
বিএসকে