ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

শুভমিতার সঙ্গে গাইলেন পাভেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, জুলাই ২১, ২০১৮
শুভমিতার সঙ্গে গাইলেন পাভেল শুভমিতার ও পাভেল

‘যখন তুমি জানালার ওপাশে, মাঝে বাতাসের ঘন দেয়াল/কি যে ভালো লাগে আমার করনি কোনও খেয়াল’-এমন কথার একটি গানে কণ্ঠ দিয়েছেন কলকাতার জনপ্রিয় গায়িকা শুভমিতা।

গানটির সুর ও সংগীত করেছেন আশরাফুল পাভেল। পাশাপাশি এতে শুভমিতার সঙ্গে কানাডা প্রবাসী পাভেল নিজেই কণ্ঠ মিলিয়েছেন।

গানের কথা লিখেছেন এনায়েত ইসলাম।

এ প্রসঙ্গে পাভেল বলেন,  কানাডায় আমার নিজস্ব স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন শুভমিতা। কাজটি তিনি খুব পছন্দ করেছেন। এমন একজন গুণী শিল্পীর জন্য গান বানানো এবং তার সঙ্গে গাইতে পারা আমার সংগীত ক্যারিয়ারের অনেক বড় অর্জন।

কিছুদিন আগে ‘অকারণে জ্বালাতন’ শিরোনামে পাভেলের একটি মিউজিক ভিডিও প্রকাশ পায়। এতে পাভেলের সঙ্গে দ্বৈত গেয়েছেন ভারতীয় গায়িকা পূজা চ্যাটার্জি। গানটির জন্য তিনি প্রশংসিত হয়েছিলেন।

শিগগিরই নতুন গানটির ভিডিও প্রকাশ পাবে বলে জানান পাভেল।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।