ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

কমেডি ধারাবাহিক নিয়ে এজাজ-ফারুক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, জুলাই ১৮, ২০১৮
কমেডি ধারাবাহিক নিয়ে এজাজ-ফারুক ডা. এজাজ ও ফারুক আহমেদ

পর্দায় কমেডি অভিনয়ের জন্য ডা. এজাজ ও ফারুক আহমেদ বেশ জনপ্রিয়। বৃহস্পতিবার (১৯ জুলাই) থেকে এই দুই অভিনেতা নতুন একটি কমেডি ধারাবাহিক নাটক নিয়ে হাজির হতে যাচ্ছেন।

অনিমেষ আইচের রচনায় ও পরিচালনায় ‘দ্যা গুড দ্যা ব্যাড এন্ড দ্যা আগলি’ নাটকে এজাজ-ফারুকের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। এই তিনজনকে নিয়েই নাটকটির গল্প এগিয়ে যাবে।

এ প্রসঙ্গে পরিচালক জানান, গল্পের চরিত্রগুলোর ধরণ স্থির রেখে একেকটি নতুন গল্প আবর্তিত হবে। যেখানে একটি গল্প ৫ থেকে ৮ পর্বের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই তিনজনের সাথে অন্যান্য চরিত্র যোগ বা বিয়োগ হতে থাকবে। প্রতিটি গল্পে দারুণ সব মেসেজ দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) থেকে ‘দ্যা গুড দ্যা ব্যাড এন্ড দ্যা আগলি’ নাটকটি বৃহস্পতি-শুক্র-শনিবার বাংলাভিশনের পর্দায় দেখা যাবে। এটি প্রচার হবে রাত ৮টা ১৫মিনিটে।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।