ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

ঈদে আসছে সাইমন-অধরার ‘মাতাল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, জুলাই ১৬, ২০১৮
ঈদে আসছে সাইমন-অধরার ‘মাতাল’ অধরা খান ও সাইমন সাদিক

আসন্ন ঈদুল আযহায় সিনেমা মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন শাহীন সুমন। তার পরিচালিত ‘মাতাল’ ঈদে মুক্তি দেবেন বলে ঘোষণা দিয়েছেন এই নির্মাতা। এতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও নবাগত চিত্রনায়িকা অধরা খান।

সোমবার (১৬ জুলাই) শাহীন সুমন বাংলানিউজকে বলেন, ঈদুল আযহায় ‘মাতাল’ মুক্তি দেবো। প্রেক্ষাগৃহ কম পেলেও মুক্তি থেকে পিছপা হবো না।

সিনেমাটির প্রযোজকের সঙ্গে এই বিষয়ে চূড়ান্ত আলোচনাও হয়েছে গেছে।

এদিকে ‘মাতাল’র সিকোয়েন্সের শুটিং বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে। তবে বাকি আছে কয়েকজন শিল্পীর ডাবিং ও একটি গান।

এ প্রসঙ্গে ‘ভালোবাসার রঙ’খ্যাত নির্মাতা বলেন, কয়েকদিনের মধ্যে ডাবিং শেষ হয়ে যাবে। সিনেমাটির একটি গান বাকি আছে, তাও চলতি মাসে করে ফেলবো।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।