ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

প্রিয়াঙ্কার জন্মদিনে প্রেমিকের বিশেষ পরিকল্পনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১২, জুলাই ১৬, ২০১৮
প্রিয়াঙ্কার জন্মদিনে প্রেমিকের বিশেষ পরিকল্পনা প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আগামী ১৮ জুলাই ৩৬তম জন্মদিনের কেক কাটবেন ‘দেশি গার্ল’। আর বিশেষ এই দিনটি প্রেমিক নিক জোনাসের সঙ্গে কাটাবেন তিনি। ক’দিন ধরেই এমনটা শোনা যাচ্ছে।

এদিকে, প্রেমিকার বিশেষ দিনটির জন্যও নাকি বিশেষ এক পরিকল্পনা করেছেন নিক জোনাস।

জানা গেছে- প্রেমিকার ৩৬তম জন্মদিন সমুদ্রের পাড়ে উদযাপন করবেন মার্কিন এই সংগীতশিল্পী।

এ প্রসঙ্গে নিকের একটি ঘনিষ্ঠসূত্র জানান, প্রিয়াঙ্কার জন্মদিন নিয়ে বিশেষ পরিকল্পনা করেছেন নিক। পিসি সমুদ্র পছন্দ করেন বলে সেখানেই তার জন্মদিন পার্টি রাখা হচ্ছে। এরইমধ্যে বুকিংয়ের কাজটি সম্পন্ন করে ফেলেছেন নিক। কিন্তু সেটি কোন জায়গায় তা এখনও জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।