ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

২০১৯ সালে মুখোমুখি হবেন ঋত্বিক-কঙ্গনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৯, জুলাই ১৪, ২০১৮
২০১৯ সালে মুখোমুখি হবেন ঋত্বিক-কঙ্গনা! ঋত্বিক রোশন ও কঙ্গনা রনৌত

২০১৬ সালে এক সংবাদ সম্মেলনে ঋত্বিক রোশনকে ‘সিলি এক্স’ অর্থাৎ ‘হীনমন্য প্রেমিক’ বলে সম্বোধন করেছিলেন কঙ্গনা রনৌত। এরপর বেরিয়ে এসেছিলো একের পর এক চাঞ্চল্যকর সত্যি। এ নিয়ে জলঘোলা হয়েছিলো ব্যাপক।

এমনকি একে অপরকে আইনি নোটিস পাঠিয়েছিলেন ঋত্বিক-কঙ্গনা। প্রকাশ হয়ে গিয়েছিলো তাদের গোপনীয় মেইল ও কিছু অন্তরঙ্গ স্থিরচিত্রও।

পরে সবকিছু ভুলে দু’জনই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

বর্তমানে ‘মনিকর্ণিকা’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন কঙ্গনা রনৌত। ২০১৭ সালের জুন অথবা জুলাইয়ে মুক্তি পাওয়ার কথা ছিলো ছবিটির। তবে সেটি পিছিয়ে ২০১৮ সালের এপ্রিল করা হয়। কিন্তু ভিএফএক্সের কাজ সম্পন্ন না হওয়ায় সেটিও পিছিয়ে আগামী সেপ্টেম্বরে নেওয়া হয়েছিলো।

এখন শোনা যাচ্ছে- সেপ্টেম্বর নয়, ২০১৯ সালের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবে কঙ্গনা অভিনীত ‘মনিকর্ণিকা’।

চমকপ্রদ তথ্য হলো- ওই একই দিন মুক্তি পেতে যাচ্ছে ঋত্বিক রোশন অভিনীত ‘সুপার থার্টি’। এরমধ্য দিয়েই বক্স অফিসে মুখোমুখি হতে যাচ্ছেন প্রাক্তন এই প্রেমিক-প্রেমিকা।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।