ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

স্কুটার দুর্ঘটনায় আহত অভিনেতা জর্জ ক্লুনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪২, জুলাই ১১, ২০১৮
স্কুটার দুর্ঘটনায় আহত অভিনেতা জর্জ ক্লুনি জর্জ ক্লুনি

স্কুটার দুর্ঘটনায় আহত হয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা-পরিচালক জর্জ ক্লুনি। মঙ্গলবার (১০ জুলাই) ইতালির সার্দিনিয়া আইল্যান্ডে তার সবশেষ টিভি সিরিজ ‘ক্যাচ-২২’র চিত্রগ্রহণের সময় এ দুর্ঘটনা ঘটে।

ইতালির সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, দুর্ঘটনায় গুরুতর কোনো আঘাত না পেলেও, হাঁটুতে চোট পেয়েছেন ৫৭ বছর বয়সী এই অভিনেতা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জোসেফ হেলারের ক্লাসিক উপন্যাস ‘ক্যাচ-২২’ অবলম্বনে নির্মিত হচ্ছে টিভি সিরিজটি।

ছয় পর্বের এই টিভি সিরিজটি ২০১৯ এ যুক্তরাষ্ট্রের হুলু, যুক্তরাজ্যের চ্যানেল ফোর এবং ইতালির স্কাই ইতালিয়া চ্যানেলে সম্প্রচারিত হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।