ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

প্রিয়াঙ্কাকে চোখে চোখে রাখতে চান প্রেমিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, জুলাই ৩, ২০১৮
প্রিয়াঙ্কাকে চোখে চোখে রাখতে চান প্রেমিক প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

এই তো ক’দিন আগে প্রিয়াঙ্কার চোপড়ার সঙ্গে ভারতে এসেছিলেন তার প্রেমিক মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। সেখানে এক সপ্তাহ ঘোরাঘুরি শেষে তারা উড়াল দিয়েছেন ব্রাজিলে। সেখানে নিকের কনসার্ট উপভোগ করেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী।

প্রিয়াঙ্কা কিংবা নিক, দু’জনের কেউই যেন একমুহূর্তের জন্যও কাউকে চোখের আড়াল করতে চান না। তাই সবসময় পাশাপাশি হাতে হাত রেখে চলাফেরা করতে দেখা যাচ্ছে দুই তারকাকে।

কিন্তু তাদের প্রেম এতোটাই বেড়ে গেছে যে, একে অপরকে ছাড়া থাকতেই পারছেন না তারা।

শোনা যাচ্ছে, ব্রাজিল থেকে ফের ভারতে আসবেন নিক জোনাস। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ‘ভারত’ ছবির শুটিং শুরু করতে হবে প্রিয়াঙ্কাকে। তখন তাকে সঙ্গ দিতে চান ২৫ বছর বয়সী এই মার্কিন তারকা।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।