ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

একদম একই রকম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৮, জুন ২৩, ২০১৮
একদম একই রকম সঞ্জয় দত্ত ও রণবীর কাপুর

সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত হয়েছে ‘সঞ্জু’। রাজকুমার হিরানী পরিচালিত ছবিটিতে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। আগামী ২৯ জুন মুক্তি পাবে ছবিটি।

এরইমধ্যে প্রকাশ করা হয়েছে ‘সঞ্জু’র বেশ কয়েকটি পোস্টার, টিজার এবং ট্রেলার। যেখানে সঞ্জয়রূপী রণবীরের অভিনয় দেখে প্রশংসা করেছেন সকলে।

শুক্রবার (২২ জুন) টুইটারে ‘সঞ্জু’র একটি টিজার শেয়ার করেছেন পরিচালক। যেখানে দেখা যাচ্ছে, ‘মুন্নাভাই’ রূপে হাজির হয়েছেন রণবীর কাপুর। তার সঙ্গে দেখা গেছে সার্কিটকেও (আরসাদ ওয়ারসি)।

টিজারটি প্রথমে দেখলে কারও বোঝার উপায় নেই এটি রণবীর কাপুর। একদম একই রকম দেখাচ্ছে ‘মুন্নাভাই’ ছবির সঞ্জয়কে এবং ‘সঞ্জু’ ছবির রণবীরকে

** রাজকুমার হিরানীর শেয়ার করা টিজার

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।