ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

ঈদে কনার ‘নিমন্ত্রণ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৬, জুন ১০, ২০১৮
ঈদে কনার ‘নিমন্ত্রণ’ ছবি: বাংলানিউজ

আসছে ঈদে সংগীতশিল্পী কনার একাধিক গান প্রকাশ পাচ্ছে। এরমধ্যে শনিবার (১১ জুন) একটি গানের রেকর্ডিং হয়েছে।

‘নিমন্ত্রণ’ শিরোনামের গানটি লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন অরণ্য আকোন।

গানটি প্রসঙ্গে কনা বলেন, গানটির কথা ও সুর বেশ ভালো। ঈদের আনন্দের সঙ্গে গানটি একেবারে উপযুক্ত। অরণ্যর সুর ও সংগীতে প্রথমবারের মত কাজ করেছি। নতুন হলেও সে ভালো কাজ করেছে বলতে পারি। শ্রোতারা গানটি পছন্দ করবেন বলে আশা করছি।

এদিকে কনা ডি রক স্টার শুভর সঙ্গে বিশ্বকাপ ফুটবল নিয়ে একটি গানে কণ্ঠ দিয়েছেন বলেও জানান।

ঈদ উপলক্ষে ‘নিমন্ত্রণ’ গানটি প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিক।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুন ১০, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।