ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

নওয়াজুদ্দিন সিদ্দিকীকে তাপসীর ‘না’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৬, মে ৩০, ২০১৮
নওয়াজুদ্দিন সিদ্দিকীকে তাপসীর ‘না’ নওয়াজুদ্দিন সিদ্দিকী ও তাপসী পান্নু

চরিত্রাভিনেতা হিসেবে বলিউডে খ্যাতি কামিয়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। চ্যালেঞ্জিং সব চরিত্রে সাবলীলভাবে অভিনয় করার জন্য প্রশংসিত তিনি।

তবে 'গ্যাংস অব ওয়াসিপুর'খ্যাত এই অভিনেতার সঙ্গেই কিনা অভিনয় ‘না’ করার অনাগ্রহের কথা জানিয়েছেন দক্ষিণী তারকা তাপসী পান্নু।

জানা গেছে, নওয়াজুদ্দিনের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে তার আপত্তি রয়েছে!

সম্প্রতি কাস্টিং পরিচালক হানি ত্রেহান তার পরিচালিত প্রথম ছবিতে নওয়াজুদ্দিনের বিপরীতে তাপসীকে অভিনয় করার জন্য প্রস্তাব দিয়েছেন।

গুঞ্জন রটেছে সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন ‘নাম শাবানা’খ্যাত এই অভিনেত্রী।

ডিএনএ’র একটি সূত্র জানায়, হানির সঙ্গে তাপসীর একটি থ্রিলারধর্মী ছবি নিয়ে আলাপ হয়েছে। কিন্তু তাপসী ছবিটি পছন্দ করেননি। সম্ভবত, তিনি নওয়াজুদ্দিনের সঙ্গে অভিনয় করতে চান না, তাই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মে ৩০, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।