ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

স্বামীর জন্য কী রাঁধলেন ঐশ্বরিয়া?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, মে ২৯, ২০১৮
স্বামীর জন্য কী রাঁধলেন ঐশ্বরিয়া? ছবি: সংগৃহীত

একজন স্ত্রী সবসময় চেষ্টা করেন তার স্বামীর পছন্দের খাবারটি তৈরি করে তার সামনে পরিবেশন করতে। কিন্তু বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন করলেন একদম বিপরীত।

সোমবার (২৮ মে) স্বামী অভিষেক বচ্চনের জন্য একটি খাবার তৈরি করেছেন সাবেক এই বিশ্ব সুন্দরী। কিন্তু অভিষেকের পছন্দের নয়, অপছন্দের খাবার পরিবেশন করেছেন অ্যাশ!

ব্রোকলি খেতে একেবারেই পছন্দ করেন না অভিষেক বচ্চন।

তাই সোমবার (২৮ মে) টুইটারে ব্রোকলি নিয়ে মন্তব্য করে অভিষেক লিখেছিলেন, ‘কেনো? মানুষ কী কারণে ব্রোকলিকে খাদ্য বানালো? কেনো রে ভাই? আমি জানতে চাই এই সবজি কি আদৌ কেউ খেতে পছন্দ করেন?’

এই টুইটের কয়েক ঘণ্টা পর টুইটারে একটি স্থিরচিত্র শেয়ার করেন অভিষেক। যেখানে দেখা যাচ্ছে- ব্রোকলি ও টমেটো দিয়ে তৈরি একটি খাদ্য।

ছবিটির ক্যাপশনে অভিষেক লিখেছেন, ‘যা হওয়ার তা-ই হলো। আমার ধারণা, স্ত্রী (ঐশ্বরিয়া রাই বচ্চন) আমার আগের পোস্টটি দেখে ফেলেছে। ’

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মে ২৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।