ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

রিসিপশনে কাজ করছেন জানভি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৯, মে ২৯, ২০১৮
রিসিপশনে কাজ করছেন জানভি! জানভি কাপুর

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জানভি কাপুর। খুব শিগগিরই করণ জোহর প্রযোজিত ‘ধাড়াক’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখবেন জানভি। এতে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে শহিদ কাপুরের ভাই ইশান খাত্তারকে।

কিন্তু ছবির শুটিং ছেড়ে সম্প্রতি একটি জিমের রিসিপশনে কাজ করতে গেলো জানভি কাপুরকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

যেখানে দেখা যাচ্ছে- রিসিপশনে বসে ফোনে কথা বলছেন জানভি কাপুর।

ছবিটির ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, ‘আমাদের জিমের সুন্দরী রিসেপশনিস্ট জানভি কাপুর। ’

জানা গেছে- জানভি যে জিমে যান সেই একই জায়গায় জিম করেন ক্যাটরিনা কাইফ। আর সেখানকার রিসিপশনে মজা করে ছবিটি তুলেছেন ক্যাট।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ২৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।