রামি খাদিতে হাতের কারুকাজ করা কাঁধ খোলা গাউন পরে কানের লালগালিচায় হাজির হন অ্যাশ। পোশাকটি ডিজাইন করেছেন আস্থা শর্মা।
এর আগে, শনিবার (১২ মে) মাইকেল সিঙ্কো ব্র্যান্ডের বেগুনি রঙা গাউন পরে লালগালিচায় হাঁটেন সাবেক বিশ্বসুন্দরী।
এ নিয়ে ১৭ বার কানে দেখা গেলো তাকে। সৌন্দর্য প্রসাধনী পণ্য লরিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হয়ে এসেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মে ১৪, ২০১৮
বিএসকে