ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

উত্তেজনায় ভরপুর ‘পোড়ামন ২’র টিজার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৩, মে ১৩, ২০১৮
উত্তেজনায় ভরপুর ‘পোড়ামন ২’র টিজার সিয়াম ও পূজা

ভালোবাসা কি পাপ।  যদি ভালোবাসা অন্যায় হয়ে থাকে, কেন তুমি মানুষের বুকে এতো ভালোবাসা দিলা-এটি ‘পোড়ামন ২’র টিজারের শেষ সংলাপ। ছবিটির প্রথম ঝলকই এক করুণ প্রেমের গল্পের ইঙ্গিত দিয়ে গেলো।

শনিবার (১২ মে) জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ১ মিনিট ১০ সেকেন্ডের টিজারটি প্রকাশ পায়। পুরো টিজার জুড়ে রয়েছে মারামারি আর প্রেম-বিরহ।

রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’তে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা সিয়াম আহমেদ। এটি তার অভিনীত প্রথম ছবি। এতে তার বিপরীতে রয়েছেন পূজা চেরি। আসন্ন ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ১৩, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।