ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

বৈশাখে ‘ঝড়’ নিয়ে এলেন হাবিব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫০, এপ্রিল ২০, ২০১৮
বৈশাখে ‘ঝড়’ নিয়ে এলেন হাবিব 'ঝড়' মিউজিক ভিডিও'র একটি দৃশ্যে হাবিব ও শারলিন

ভক্তদের হৃদয়ে ঝড় তুলতে নতুন গান নিয়ে হাজির হয়েছেন সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। ‘ঝড়’ শিরোনামে গানটি বৈশাখ উপলক্ষে প্রকাশ পেয়েছে ইউটিউবে।

গানটির মিউজিক ভিডিওতে দারুণ চমক দিয়েছেন জনপ্রিয় এই গায়ক। নিজের বাবা পপ সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের সঙ্গে প্রথম গানের মডেল হয়েছেন তিনি।

শুধু তাই নয় একই গানের মডেল হিসেবে উপস্থিত হয়েছেন সঙ্গীতশিল্পী অদিত, তৌফিক ও প্রীতম হাসান। এতে হাবিবের বিপরীতে রয়েছেন শারলিন হোসেন।

ঝড়’র কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব নিজেই। ভিডিওটি নির্দেশনা দিয়েছেন তানিম রহমান অংশু।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।