ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

বিনোদন

১০০ কোটির ক্লাবে ‘গোলমাল অ্যাগেইন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৩, অক্টোবর ২৬, ২০১৭
১০০ কোটির ক্লাবে ‘গোলমাল অ্যাগেইন’ ‘গোলমাল অ্যাগেইন’ ছবির পোস্টার

বলিউডের কমেডিধর্মী সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ‘গোলমাল’ অন্যতম। গত ২০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এর চতুর্থ কিস্তি ‘গোলমাল অ্যাগেইন’। প্রতিবারের মতো এবারও দর্শকের মন জয় করে নিয়ে ছবিটি।

শুরুটা ভালো হওয়ায় বক্স অফিসে ১০০ কোটি রুপি আয়ের ঘরে পৌঁছে গেলো ‘গোলমাল অ্যাগেইন’। শত কোটির ঘরে পৌঁছাতে সময় লেগেছে মাত্র পাঁচদিন।

বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য গবেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, ১০০ কোটির ঘরে পৌঁছে গেছে ‘গোলমাল অ্যাগেইন’। এছাড়া নিউজিল্যান্ডে তিন লাখ ৬২ হাজার ডলার ও ফিজিতে দুই লাখ ৬৪ হাজার ডলার আয় করেছে ছবিটি।

রোহিত শেঠি পরিচালিত ‘গোলমাল অ্যাগেইন’-এ অভিনয় করেছেন অজয় দেবগণ, আরসাদ ওয়ারসি, শ্রেয়াস তালপাড়ে, কুণাল খেমু ও তুষার কাপুর। এবারের পর্বে নতুন করে যুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী টাবু ও পরিণীতি চোপড়া।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।