ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

বিনোদন

নায়করাজের নামে সড়কের দাবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, অক্টোবর ১৬, ২০১৭
নায়করাজের নামে সড়কের দাবি নায়করাজ রাজ্জাক (ছবি: বাংলানিউজ)

কারওয়ান বাজার মোড় থেকে হাতিরঝিল পর্যন্ত সড়কটি প্রয়াত নায়করাজ রাজ্জাকের নামে নামকরণের দাবি জানিয়েছে নতুন সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম। 

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই দাবির কথা জানান বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের সভাপতি নাসির উদ্দিন দিলু ও অন্য নেতারা।

সংগঠনের নেতারা জানান, দেশীয় চলচ্চিত্রে নায়ক রাজ্জাকের অবদানের স্বীকৃতিস্বরূপ তারা এই দাবি তুলেছেন।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শিগগিরই লিখিতভাবে আবেদন করবেন বলেও উল্লেখ করেছেন ফোরামের নেতারা। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন, নাদের চৌধুরী, মোহাম্মদ ইকবাল, কমল সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।