ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

মেহজাবিনের ফেসবুক হ্যাকার এখন জেলে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, আগস্ট ১৬, ২০১৭
মেহজাবিনের ফেসবুক হ্যাকার এখন জেলে ছবি: সংগৃহীত

কয়েকদিন আগে লাক্সতারকা মেহজাবিনের ফেসবুক আইডি হ্যাকড হয়েছিলো। বেশ ভোগান্তির পর ফিরে পেয়েছেন তা। শুধু তাই নয়, হ্যাকারকেও পাঠিয়েছেন লাল দালানে (জেল)।

মেহজাবিনের ভাষায়, ‘আমার ব্যক্তিগত ফেসবুক আইডি ফিরে পেয়েছি। যিনি আমার ফেসবুক হ্যাক করেছেন, এখন তিনি জেলে।

আমাকে সাহায্য করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ। তারা সাইবার অপরাধ দমনে অনেক কাজ করছেন। ’ 

১৫ আগস্ট দুপুরে আইডি ফিরে পেয়ে ফেসবুকে এমনটাই লিখেছেন মেহজাবিন চৌধুরী। ফেসবুক আইডি হারিয়ে ফেলার পর আইনের আশ্রয় নিয়েছিলেন এবং এর সুফল পেয়ে খুশি তিনি।  

একই পোস্টে এই অভিনেত্রী হ্যাকারদের সাবধান করে বলেছেন, ‘এরপর কেউ যদি আবার আমার ফেসবুক হ্যাক করার চেষ্টা করেন, তাহলে তাকেও জেলে যেতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।