ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

সেরা নারী সংসদ সদস্য জয়া বচ্চন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫০, জুলাই ২০, ২০১৭
সেরা নারী সংসদ সদস্য জয়া বচ্চন ছবি: সংগৃহীত

রাজ্যসভার সেরা নারী সংসদ সদস্যের পুরস্কার ঘরে তুলেছেন জয়া বচ্চন। বৃহস্পতিবার (২০ জুলাই) দিল্লির বিজ্ঞান ভবনে এ সম্মননা তুলে দেওয়া হয় বর্ষীয়ান এই অভিনেত্রীর হাতে।

স্ত্রীর এই সাফল্যে একাধিক টুইট করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। এছাড়া পরিবারের সদস্য হিসেবে জয়ার জন্যে তারা যে গর্বিত সে কথাও জানাতে ভোলেননি বিগ বি।

সম্প্রতি টুইটারে ৭৪ বছর বয়সী এই অভিনেতা জানান, নিজের দায়িত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যেক বিষয় অংশ নিতে আগ্রহী এবং প্রতিদিন সংসদে উপস্থিত থেকে জয়া বুঝিয়েছেন, কাজের প্রতি তার একাগ্রতা। তাই তিনি তার যোগ্য সম্মান পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।