ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

পপি ও পরীর ঈদ একসঙ্গে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, জুলাই ১৭, ২০১৭
পপি ও পরীর ঈদ একসঙ্গে! পপি ও পরী মনি, ছবি: সংগৃহীত

দু’জনের নামের শুরু ‘প’ দিয়ে। পপিকে নিয়মিত পর্দায় পাওয়া যায়না, তবে খবরের শিরোনামে ঠিকই আছেন। অন্যদিকে পরী মনিকে নিয়ে আলোচনা তুঙ্গে। সম্প্রতি প্রকাশ করেছেন প্রেমিকের নাম। জনপ্রিয় সুন্দরী দুই চিত্রনায়িকার ছবি ‘সোনাবন্ধু’ এখন মুক্তির অপেক্ষায়।

রোববার (১৬ জুলাই) ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেলো। সংশ্লিষ্টদের মতে, সেন্সরবোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন ছবিটিকে।

 

জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত ‘সোনাবন্ধু’ তৈরি হয়েছে ফোক ধাঁচের কাহিনি নিয়ে। পরী মনি গ্রামের একজন সহজ-সরল তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে ডি এ তায়েবকে একজন বাউলের চরিত্রে দেখা যাবে, যিনি লালনের গান করেন। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন পপি।  

সব কিছু ঠিক থাকলে ঈদুল আজহায় মুক্তি পাবে পপি ও পরী মনির ‘সোনাবন্ধু’। ছবিটি প্রযোজনা করেছে শুভ টেলিফিল্মস। এর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, মমতাজ, সালমা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।