ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

গাদ্দাফি-ক্যাটরিনার স্থিরচিত্রটি ভাইরাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৫, জুলাই ১১, ২০১৭
গাদ্দাফি-ক্যাটরিনার স্থিরচিত্রটি ভাইরাল ছবি: সংগৃহীত

১৫ বছর আগের কথা। তখনও নায়িকা হননি ক্যাটরিনা কাইফ। মডেলিং জগতে উন্নতি করছিলেন। ঠিক সে সময় লিবিয়ায় অনুষ্ঠিত এক ফ্যাশন শো’তে তার সঙ্গে আলাপ হয় সে দেশের সর্বাধিনায়ক মুয়াম্মার গাদ্দাফির।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে তোলা একটি স্থিরচিত্র শেয়ার করেছেন মডেল শমিতা সিং। যেখানে দেখা যাচ্ছে, ক্যাটরিনা ছাড়াও ওই ছবিতে আরও রয়েছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া, অদিতি গোভিত্রীকর ও আঁচল কুমার।

স্থিরচিত্রটি রীতিমতো ভাইরাল।

ছবিটির ক্যাপশনে শমিতা লিখেছেন, ‘মনে আছে সফরের কথা?’ ক্যাটরিনা, নেহা, অদিতি ও আঁচলকে ট্যাগ করেন তিনি।

সে সময় গাদ্দাফি ছিলেন লিবিয়ার একচ্ছত্র অধিপতি। তাকে ঘিরে থাকতো সুন্দরী নিরাপত্তারক্ষীরা, যাদের নাম ছিলো অ্যামাজোনিয়ানস। তার বিরুদ্ধে অসংখ্য যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে। স্থিরচিত্রটি নিয়ে আলোচনা শুরু হওয়ায় শমিতা সেটি ডিলিট করে দেন। কিন্তু ততক্ষণে ভাইরাল হয়ে ওঠে।

অনুরাগ বসুর ‘জাগ্গা জাসুস’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত ক্যাটরিনা। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর। ১৪ জুলাই মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।