ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

সঞ্চালক পূর্ণিমা ও চঞ্চল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৫, জুলাই ১১, ২০১৭
সঞ্চালক পূর্ণিমা ও চঞ্চল পূর্ণিমা ও চঞ্চল চৌধুরী, ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও অভিনেতা চঞ্চল চৌধুরীকে এবার পাওয়া যাবে একই মঞ্চে। প্রথমবারের মতো তারা একটি অনুষ্ঠান সঞ্চালনা করতে যাচ্ছেন। আর সেটি হলো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’।

২৪ জুলাই প্রধানমন্ত্রী শেখা হাসিনার উপস্থিতিতে চলচ্চিত্রের শিল্পী-কুশলীদের দেওয়া হবে পুরস্কার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরো আয়োজনটি সঞ্চালনা করবেন পূর্ণিমা ও চঞ্চল।

বাংলানিউজের সঙ্গে আলাপে চঞ্চল বলেন, ‘রাষ্ট্রীয় অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে কথা বলবো, ভাবতেই ভালো লাগছে। সঞ্চালক হিসেবে নয়, আমি অভিনেতা হিসেবেই কথা বলবো। এটিকে ঠিক উপস্থাপনা বলতে চাই না। ’ 

এ বছর আজীবন সম্মাননা (যুগ্মভাবে) পাচ্ছেন অভিনেত্রী শাবানা ও কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান। শ্রেষ্ঠ অভিনেতা (যুগ্মভাবে) হয়েছেন শাকিব খান (আরো ভালোবাসব তোমায়) ও মাহফুজ আহমেদ (জিরো ডিগ্রি)। শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন জয়া আহসান (জিরো ডিগ্রি)। আর এ বছর সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক পুরস্কার জিতেছে রিয়াজুল রিজু পরিচালিত চলচ্চিত্র ‘বাপজানের বায়স্কোপ’। সব মিলিয়ে ২৫টি বিভাগের বিজয়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।