ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

২৫ বছর পর সঞ্জয়-শ্রীদেবী জুটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৯, জুলাই ১১, ২০১৭
২৫ বছর পর সঞ্জয়-শ্রীদেবী জুটি সঞ্জয় দত্ত ও শ্রীদেবী (ছবি: সংগৃহীত)

বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে শ্রীদেবী অভিনীত ‘মম’। এই ছবির মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর রূপালি পর্দায় ফিরেছেন তিনি। সবশেষ ২০১২ সালে ‘ইংলিশ ভিংলিশ’-এ দেখা গিয়েছিলো বর্ষীয়ান এই অভিনেত্রীকে।

শোনা যাচ্ছে, করণ জোহর প্রযোজিত নতুন ছবিতে অভিনয় করবেন বলিউডের এই অভিনেত্রী। এতে শ্রীদেবীর সঙ্গে অভিনয় করবেন সঞ্জয় দত্ত।

এর মধ্য দিয়ে ২৫ বছর পর জুটিবদ্ধ হতে যাচ্ছেন সঞ্জয়-শ্রীদেবী। ১৯৯৩ সালে ‘গুমরাহ’ ছবিতে সবশেষ দেখা গিয়েছিলো এই জুটিকে। ছবিটি পরিচালনা করেছিলেন মহেশ ভাট ও প্রযোজনা করেছিলেন করণ জোহরের বাবা যশ জোহর।

নতুন ছবিটি পরিচালনা করবেন ‘টু স্টেট’খ্যাত পরিচালক অভিষেক ভার্মা। এতে আরও দেখা যাবে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, আদিত্য রয় কাপুর ও সোনাক্ষি সিনহাকে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।