ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

২৪ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৭, জুলাই ১০, ২০১৭
২৪ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান ছবি: সংগৃহীত

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’-এর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। মে মাসে প্রজ্ঞাপন জারি হলেও বাকি ছিলো পুরস্কার প্রদানের অানুষ্ঠানিকতা। বরাবরের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে তুলে দেবেন সম্মাননা। সব কিছু ঠিক থাকলে ২৪ জুলাই বঙ্গবন্ধুকন্যার উপস্থিতিতে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ প্রদান করা হবে।

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৫টি ক্ষেত্রে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ দেওয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২৪ জুলাই সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান।

 

এবার আজীবন সম্মাননা (যুগ্মভাবে) দেওয়া হচ্ছে অভিনেত্রী শাবানা ও কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমানকে। শ্রেষ্ঠ অভিনেতা (যুগ্মভাবে) হয়েছেন শাকিব খান (আরো ভালোবাসব তোমায়) ও মাহফুজ আহমেদ (জিরো ডিগ্রি)। শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন  জয়া আহসান (জিরো ডিগ্রি)। এবার সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক পুরস্কার পেয়েছে রিয়াজুল রিজু পরিচালিত ‘বাপজানের বায়স্কোপ’ ছবিটি।  

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।