ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

এবার স্কার্ট পরে হাজির রণবীর সিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৩, জুলাই ৯, ২০১৭
এবার স্কার্ট পরে হাজির রণবীর সিং রণবীর সিং (ছবি: সংগৃহীত)

স্পটলাইটে থাকা অভ্যাসে দাঁড়িয়ে গেছে রণবীর সিংয়ের। এজন্য সং সাজতেও আপত্তি নেই বলিউডের এই অভিনেতার। তাইতো এবার স্কার্ট পরে জনসম্মুখে হাজির হয়েছেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা।

সম্প্রতি ‘জিকিউ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল ইয়ং ইন্ডিয়ানস অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রণবীর। আর সেখানেই স্কার্ট পরে হাজির হন তিনি।

নতুন পোশাকের কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন রণবীর। যাতে প্রথম কমেন্ট করেছেন প্রেমিকা দীপিকা পাড়ুকোন। যেখানে তিনি লিখেছেন, ‘নো’।

সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবির দৃশ্যধারণ করছেন রণবীর সিং। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুর। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।