ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

‘তিশার সঙ্গে সম্পর্ক একান্তই আমার ব্যক্তিগত বিষয়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, জুলাই ৮, ২০১৭
‘তিশার সঙ্গে সম্পর্ক একান্তই আমার ব্যক্তিগত বিষয়’ তানজিন তিশা ও হাবিব ওয়াহিদ (ছবি: সংগৃহীত)

জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ স্ত্রী রেহানের সঙ্গে বিচ্ছেদ করেছেন। কয়েক মাস আগে এমন সংবাদ তিনি নিজেই ফেসবুকে জানিয়েছিলেন। সেই ঘটনার পর অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে হাবিবের প্রেমের সম্পর্কের গুঞ্জন ওঠে, তারা লিভ টুগেদার করছেন বলেও কিছু কিছু গণমাধ্যমে খবর বেরিয়েছে।

এ নিয়ে মুখ খুলেছেন হাবিব। এর প্রতিবাদ জানিয়েছেন তিনি।

‘তানজিন তিশার কারণে রেহানকে ডিভোর্স দিয়েছেন হাবিব’ এমন খবরের ভিত্তি নেই বলে জানিয়েছেন হালের ক্রেজ এই গায়ক। রেহানের সঙ্গে ডিভোর্সের কারণ ও তিশার সঙ্গে তার সম্পর্ক নিয়ে শনিবার (৮ জুলাই) রাতে হাবিব ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

হাবিব তার ভেরিফায়েড ফেসবুক পাতায় লিখেছেন, ‘আমাকে নাকি কিছু সাংবাদিক ভাইয়েরা খুঁজে পাচ্ছেন না! আমি এখন অস্ট্রেলিয়াতে অবস্থান করছি কনসার্টের জন্য। কিছুটা দুঃখজনক যে, একটি বিষয় নিয়ে আবারও কথা বলতে হচ্ছে। আপনাদের করা একটা নিউজ দেখলাম যেখানে বলা হয়েছে যে, তানজিন তিশার কারণে আমার সাথে রেহানের ডিভোর্স হয়। কথাটি ঠিক নয়, কারণ এক হাতে তালি বাজে না। ’

আলোচিত মডেল তিশাকে নিয়ে হাবিবের ভাষ্য, ‘তানজিন তিশার সঙ্গে আমার কি সম্পর্ক সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। এটি নিয়ে কিছু বলতে আমি বাধ্য নই। এবং কেনইবা আমার ডিভোর্সের কয়েক মাস পর এসব কথা রেহানই বা বললো এটাও আমার কাছে আশ্চর্যজনক। বলার হলে আরও আগেই বলতো। ডিভোর্সের কারণ যাই এ হোক না কেন আমি তো জোর করে ডিভোর্স করতে বলিনি তাকে। সমঝোতার মাধ্যমেই তা হয়। তাহলে এখন এতো কাদা ছোঁড়াছঁড়ি কেন? এসব করে কারোরই তো কোনও লাভ আমি দেখি না। এসব মোটেই কাম্য নয়। ’

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।