ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

মধ্যরাতে পাপারাজ্জির ক্যামেরায় রণবীর-দীপিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৬, জুলাই ৬, ২০১৭
মধ্যরাতে পাপারাজ্জির ক্যামেরায় রণবীর-দীপিকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

সেলিব্রেশন শুরু হয়ে গেছে মধ্যরাত থেকেই। ওই সময় বার্থডে বয় রণবীর সিংয়ের সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন। পাপারাজ্জির ক্যামেরায় ধরাও পড়েছে তাদের ছবি। 

৬ জুলাই রণবীরের জন্মদিন। ৩১ বছরে পা দিলেন এই বলিউড তারকা।

প্রেমের কথা স্বীকার না করলেও রণবীর-দীপিকা যে একটি বিশেষ সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছেন, সেটি এখন অনেকটাই নিশ্চিত। মধ্যরাতে এর প্রমাণও মিললো।  

ক’দিন ধরে বেঙ্গালুরুতে বাবা-মায়ের সঙ্গে ছিলেন দীপিকা। চলতি সপ্তাহের শুরুর দিকে তিনি মুম্বাই ফেরেন। তড়িঘড়ি নায়িকার মুম্বাই ফেরার কারণ এখন সবার কাছেই পরিষ্কার, সেটি হলো প্রেমিকের জন্মদিন। গভীর রাতে মুম্বাইয়ের একটি বিলাসবহুল রেস্তোরাঁ থেকে বেরোতে দেখা যায় দু’জনকে।  

সঞ্জয় লীলা ভানসালির ‘পদ্মাবতী’তে জুটি বেঁধেছেন রণবীর-দীপিকা। দেখা যাক পর্দায় কেমন জমে তাদের রোমান্স!

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।