ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

২০০০ কোটির ব্যবসা করেনি ‘দঙ্গল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৮, জুলাই ৪, ২০১৭
২০০০ কোটির ব্যবসা করেনি ‘দঙ্গল’ ‘দঙ্গল’ ছবির দৃশ্য

ভারতের মতো আন্তর্জাতিক বাজারেও দুর্দান্ত ব্যবসা করেছে আমির খান অভিনীত ‘দঙ্গল’ এতে কোনো সন্দেহ নেই। এমনকি চীনে এর আগে কোনও ভারতীয় ছবি এতোটা হিট হয়নি। কিন্তু ছবিটি বিশ্বজুড়ে ২০০০ কোটি রুপি আয় করেছে বলে যে খবর শোনা যাচ্ছে, তা সত্যি নয় বলে জানিয়েছে ‘দঙ্গল’-এর মুখপাত্র।

এ প্রসঙ্গে ওই মুখপাত্র জানান, সুপার ডুপার হিট এই ছবি ২০০০ কোটির ব্যবসা করেছে বলে শোনা যাচ্ছে। কিন্তু গত বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বজুড়ে ‘দঙ্গল’ ১৮৬৪ কোটি রুপি আয় করেছে।

তিনি আরও জানান, যেভাবে ছবিটি নতুন পুরনো সব রেকর্ড ভেঙে দিয়েছে তাতে ‘দঙ্গল’ টিম ভীষণ খুশি। বিশেষ করে বিশ্বজুড়ে ‘দঙ্গল’ দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছে তা অভূতপূর্ব।

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড সুপারস্টার আমির খান। এতে তার বিপরীতে রয়েছেন সাক্ষী তানওয়ার, ফাতেমা সানা শেখ, সানিয়া মালহোত্রাসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।