ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

প্রেমের জন্য সাঁতার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৫, জুলাই ১, ২০১৭
প্রেমের জন্য সাঁতার! জন ও মিথিলা, ছবি: সংগৃহীত

জন কবির সাঁতার প্রশিক্ষক। কাজিনের সঙ্গে সাঁতার শেখা দেখতে এসে জনের প্রেমে পড়ে যান মিথিলা। তার কাছে ঘেঁষতে ও প্রেমকে প্রতিষ্ঠিত করতে সাঁতার শেখা শুরু করে মিথিলা।  

এভাবেই এগিয়ে চলে কাহিনি, তাই বলে সাদামাটাভাবে নয়। একদিন ধরা পড়ে যান মিথিলা।

জন আবিস্কার করে যে, মিথিলা আগে থেকেই সাঁতার জানে। এরপর ঘটে অন্য কাহিনি।

নির্মাতা জানান, এর পেছনে লুকিয়ে আছে আরেকটি অতীত। সেটি জানতে হলে দেখতে হবে পুরো নাটকটি।

‘পে ব্যাক টু’ শিরোনামের নাটকটির রচয়িতা মেজবাহউদ্দিন সুমন। তৈরি করেছেন মাবরুর রশিদ বান্নাহ। আরটিভিতে ঈদের সপ্তম দিন (২ জুলাই)  রাত ৮টা ৩৫  মিনিটে প্রচার হবে জন-মিথিলার ‘পে ব্যাক টু’। একই ঈদে এই জুটির ‘আফটার ম্যারেজ’ নাটকটি দেখেছেন দর্শক।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।