ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

চলে গেলেন সংগীত গবেষক করুণাময় গোস্বামী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৪, জুলাই ১, ২০১৭
চলে গেলেন সংগীত গবেষক করুণাময় গোস্বামী

একুশে পদকপ্রাপ্ত সংগীত গবেষক ড. করুণাময় গোস্বামী আর নেই। শুক্রবার দিনগত রাত পৌনে ১২টায় রাজধানীর বারিধারা ডিওএইচএস-এর নিজ বাসায় তার মৃত্যৃ হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।

বিশিষ্ট এই গবেষকের মৃত্যুর খবর তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। করুণাময় গোস্বামীর আত্মীয় সৌরভ ভট্টাচার্য্য জানান, গত বৃহস্পতিবার থেকে তিনি জ্বরে ভুগছিলেন।

সদ্য প্রয়াত এই সংগীত গবেষকের মরদেহ রাজধানীর পান্থপথের শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আমেরিকা ও কানাডাপ্রবাসী তার দুই সন্তান ফিরলে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

১৯৪২ সালের ১১ মার্চ ময়মনসিংহের গোসাই চান্দুরা গ্রামে জন্ম নেওয়া করুণাময় গোস্বামী বাংলা একাডেমি প্রকাশিত ‘সংগীত কোষ’র রচয়িতা। সংগীত নিয়ে তার অনেকগুলো বই রয়েছে। পরবর্তীতে একুশে পদক পান তিনি।

এদিকে সৌরভ জানান, প্রয়াত করুণাময় গোস্বামীর স্ত্রী চিত্রা দেবীও গুরুতর অসুস্থ। শুক্রবার রাতে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জুলাই ০১, ২০১৭
এমএ/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।