ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

তিনশো’ নম্বর ছবি নিয়ে ‘দাদাগিরি’র মঞ্চে শ্রীদেবী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, জুন ৩০, ২০১৭
তিনশো’ নম্বর ছবি নিয়ে ‘দাদাগিরি’র মঞ্চে শ্রীদেবী শ্রীদেবী ও সৌরভ গাঙ্গুলি (ছবি: সংগৃহীত)

ক’দিন পর মুক্তি পাবে শ্রীদেবী অভিনীত ছবি ‘মম’। এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বর্ষীয়ান এই অভিনেত্রী। ছবিটি তার জন্য বিশেষ। কেননা ৫০ বছরের ক্যারিয়ারে এটি হতে যাচ্ছে শ্রীদেবীর ৩০০তম ছবি।

সম্প্রতি কলকাতা গিয়েছিলেন শ্রীদেবী। আর সেখানে গিয়ে ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হন ‘মিস্টার ইন্ডিয়া’র এই অভিনেত্রী।

যেখানে দাদার (সৌরভ গাঙ্গুলি) সঙ্গে দাদাগিরি দেখিয়েছেন ‘ইংলিশ ভিংলিশ’খ্যাত এই তারকা।

থ্রিলার ধাঁচের ছবি ‘মম’। এটি পরিচালনা করেছেন রবি উদয়র। ছবিটিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীকে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শ্রীদেবী, অক্ষয় খান্না, অভিমন্যু সিংহ, সজল আলী ও আদনান সিদ্দিকি। এর সংগীত পরিচালক এ আর রহমান।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।