ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

ন্যানসি ও পড়শীর গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৬, জুন ৩০, ২০১৭
ন্যানসি ও পড়শীর গান ন্যানসি ও পড়শী, ছবি: সংগৃহীত

গায়িকা ন্যানসি ও পড়শী নিজেদের গানে পেয়েছেন জনপ্রিয়তা, পেয়েছেন অনেক ভক্ত ও অনুরক্ত। ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ হয়েছে ন্যানসির নতুন কয়েকটি গান। পড়শীর নতুন গান না এলেও নিরাশ করছেন না ভক্তদের। 

ঈদ উপলক্ষে টেলিভিশনে সরাসরি গান শোনাবেন এই দুই শিল্পী। একই দিনে শুক্রবার (৩০ জুন) পৃথক চ্যানেলে থাকছে ন্যানসি ও পড়শির পরিবেশনা।

 

বাংলানিউজের সঙ্গে আলাপে ন্যানসি জানান, ময়মনসিংহে শ্বশুরবাড়িতে ঈদ উদযাপন করেছেন তিনি। সন্ধ্যায় একটি ছবির গানে কণ্ঠ দেবেন। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে আবারও গাইছেন ন্যানসি। রেকর্ডিং শেষ করেই ছুটবেন দেশ টিভিতে। রাত ১০টায় মিউজিক্যাল লাইভ অনুষ্ঠানে গান শোনাবেন তিনি।

এদিকে পড়শীর পরিবেশনা থাকছে একুশে টিভিতে। রাত ১১টা ৩০ মিনিটে ফোন লাইভ স্টুডিও কনসার্টে নিজের গাওয়া জনপ্রিয় গানগুলো শোনাবেন পড়শী। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আসাদুজ্জামান আসাদ ও মাসুদুজ্জামান সোহাগ।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।