ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

‘২.০’ নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে রজনীকান্ত-অক্ষয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, জুন ২৯, ২০১৭
‘২.০’ নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে রজনীকান্ত-অক্ষয় ছবি: সংগৃহীত

শুধু ভালো ছবি নির্মাণ করলেই হয় না, দরকার সেই ছবির যথাযথ প্রচারও। কারণ ছবি তৈরি থেকে এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ছবির প্রচারণা। আর সেই প্রচারে বলিউড রোজই নিয়ে আসে নিত্যনতুন চমক। এবার সেই পথেই একধাপ এগিয়ে গেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। নিজের পরবর্তী ছবি ‘রোবট’-এর সিক্যুয়েল ‘২.০’ বা ‘রোবট টু’ নিয়ে এবার হলিউডে পাড়ি দিয়েছেন তিনি। তবে একা নন, সঙ্গে রয়েছেন সহশিল্পী অক্ষয় কুমার।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন রজনীকান্ত। যেখানে দেখা যাচ্ছে, একটি প্যারাসুটে ‘২.০’ ছবির নাম লিখে প্রচারণা করা হচ্ছে।

২০১৮ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘২.০’ বা ‘রোবট টু’। তাই ছয়মাস আগে থেকেই ছবির প্রচারণা শুরু করেছেন রজনীকান্ত-অক্ষয়। ছবিকে ঘিরে বরাবরই উন্মাদনা থাকে। এবার সেই উন্মাদনা আর কোন অঞ্চলে বা দেশে সীমাবদ্ধ না রেখে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতেই রজনীকান্তের এই উদ্যোগ।

এদিকে, ‘২.০’ ছবির সঙ্গে হলিউডের কানেকশন বিস্তর। শোনা গেছে, অক্ষয়ের চরিত্রটির জন্য প্রথমে ভাবা হয়েছিলো হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগারকে। কিন্তু অতিরিক্ত পারিশ্রমিক দাবি করায় তাকে বাদ দেন প্রযোজক। সেই জায়গায় বেছে নেওয়া হয় অক্ষয় কুমারকে। এছাড়াও এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ব্রিটিশ অভিনেত্রী অ্যামি জ্যাকসনকে।

** রজনীকান্তের শেয়ার করা ভিডিও

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।