ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

আবার দীলিপ কুমারের মৃত্যুর গুজব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৮, জুন ২৪, ২০১৭
আবার দীলিপ কুমারের মৃত্যুর গুজব দীলিপ কুমার (ছবি: সংগৃহীত)

বলিউডের কিংবদন্তি অভিনেতা দীলিপ কুমারের মৃত্যুর ‍গুজব উঠেছে। এর আগে বহুবার এমন ভুয়া খবর ছড়ানো হয়েছিলো। তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

মৃত্যুর গুজব প্রসঙ্গে ৯৪ বছর বয়সী এই অভিনেতা টুইটারে লিখেছেন, ‘এখনও অনেক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের নিমন্ত্রনপত্র পাচ্ছি, পুরস্কার ও সম্মাননা গ্রহণের জন্য। কিন্তু আমার শারিরীক অবস্থার কারণে সে সব অনুষ্ঠানগুলোতে যেতে পারছি না।

তবে এ জন্য সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই। ’

বর্ষীয়ান এই অভিনেতা আরও লিখেছেন, ‘আল্লাহর অশেষ রহমত রয়েছে আমার ও সায়রা বানুর (স্ত্রী) ওপর। এ ছাড়া আপনাদের ভালোবাসা ও শ্রদ্ধার সামনে ধন্যবাদ যথেষ্ঠ নয়। আল্লাহর রহমত আছে বলেই এই রমজানে আমার শরীর আগের তুলনায় অনেকটা সুস্থ। কিন্তু রোজা রাখতে পারছি না। কারণ আমাকে প্রতিবেলা ওষুধ খেতে হয়। ’

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।