ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

এক মঞ্চে ফেরদৌস-অপু-পরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৭, জুন ২২, ২০১৭
এক মঞ্চে ফেরদৌস-অপু-পরী অপু বিশ্বাস, ফেরদৌস ও পরী মনি (ছবি: সংগৃহীত)

চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরী মনি। একসঙ্গে অভিনয় করা হয়নি। তবে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়েছেন তারা।

‘তারকার সাথে উৎসবের দিনে’ শিরোনামে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তানিয়া হোসাইন। প্রযোজনায় শাহীদ সম্পদ।

তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় এই তিন সিনে তারকা  তাদের কাজ  ও ব্যক্তিজীবনের গল্প বলেছেন ঈদের এই অনুষ্ঠানে। পাশাপাশি চিত্রজগতের সাম্প্রতিক ঘটনা নিয়েও আলোচনা করেছেন তারা।

ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দিন বিকেল ৫টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে ‘তারকার সাথে উৎসবের দিন’।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।