ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

অ্যাশ ও ক্যাটের মাঝে একটি শিয়াল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৬, জুন ২০, ২০১৭
অ্যাশ ও ক্যাটের মাঝে একটি শিয়াল ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফ (ছবি: সংগৃহীত)

সালমান খানের প্রাক্তন প্রেমিকা হওয়ার কারণে খুব একটা ভালো সম্পর্ক নেই ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফের মধ্যে। অ্যাশকে নিয়ে ক্যাটের তিক্ততা এতোটাই বেশি যে, সম্প্রতি ফেসবুক লাইভ চ্যাটে প্রাক্তন এই বিশ্ব সুন্দরীকে ‘শিয়াল’ বলতেও দ্বিধা করেননি!

‘জাগ্গা জাসুস’ ছবির প্রচারে নেমেছেন ক্যাটরিনা কাইফ। এতে তার সহশিল্পী প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর।

প্রচারের অংশ হিসেবে ফেসবুক লাইভ চ্যাট করেন বলিউডের এই দুই তারকা। আর সেখানেই ঐশ্বরিয়াকে ‘শিয়াল’ বলে সম্বোধন করেছেন ‘আজব প্রেম কি গজব কাহিনি’খ্যাত অভিনেত্রী ক্যাটরিনা।

লাইভ চ্যাটে রণবীর ক্যাটরিনাকে বলিউডের একজন তারকাকে শিয়ালের নামকরণ করতে বলেন। আর সে সময় ক্যাটরিনা ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম বলেন।

অনুরাগ বসু পরিচালিত ‘জাগ্গা জাসুস’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ জুলাই। নির্মাতার মতে, এটি শিশুদের দেখার উপযোগী হাস্যরসাত্মক ছবি।  

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুন ২০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।