ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

রাজপথে নামছেন শাকিব খানের ভক্তরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, এপ্রিল ২৬, ২০১৭
রাজপথে নামছেন শাকিব খানের ভক্তরা শাকিব খান, ছবি: সংগৃহীত

প্রিয় নায়কের ‘ইমেজ’ রক্ষায় এবার রাজপথে নামছেন শাকিব খানের ভক্তরা। ‘পরিচালক সমিতির নিষেধাজ্ঞা ও সব চক্রান্তের বিরুদ্ধে মানববন্ধন’ ট্যাগ নিয়ে রাস্তায় নামছেন তারা। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দেওয়া উকিল নোটিশ ও তাকে ‘বয়কট’ ঘোষণার পরই শাকিব খানের পক্ষ থেকে এই পাল্টা কর্মসূচি এলো। 

বুধবার (২৬ এপ্রিল) ফেসবুকে একটি ইভেন্ট খুলে শাকিবের বিরুদ্ধে ‘চক্রান্ত’র প্রতিবাদে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। ২৭ এপ্রিল বিকেল ৫টায় এফডিসির সামনে এই মানববন্ধন হবে।

শাকিব খানের ফেসবুক পাতা থেকে ইভেন্টটি শেয়ার করা হয়েছে। এর আয়োজক হিসেবে থাকছেন চলচ্চিত্রপ্রেমী’রা।

ছবি: শাকিব খানের ফেসবুকসম্প্রতি শাকিব খানের একটি মন্তব্য ঘিরে ফুঁসে উঠেছেন চলচ্চিত্র নির্মাতারা। গোপন বিয়ে ফাঁস হয়ে যাওয়ার পর নায়কের বেফাঁস কথাবার্তায় চটেছেন তারা। এরই মাশুল গুণতে হচ্ছে ‘সুপারস্টার’ নায়ককে।  

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘন্টা, এপ্রিল ২৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।