ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

‘বাহুবলী টু’র সব টিকেট মুক্তির আগেই শেষ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৭, এপ্রিল ২৫, ২০১৭
‘বাহুবলী টু’র সব টিকেট মুক্তির আগেই শেষ ‘বাহুবলী টু’ ছবির পোস্টার

কাটাপ্পা কেনো বাহুবলীকে মেরেছেন? এই প্রশ্নটির উত্তরের জন্য আরও দু’দিন অপেক্ষা করতে হবে দর্শকদের। আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী টু’।

চমকপ্রদ তথ্য হলো, মুক্তির আগেই ছবির প্রথম সপ্তাহের সব টিকেট অগ্রিম বুকিং করা হয়েছে। সম্প্রতি এমনটাই জানা গেছে অনলাইট টিকেট বিক্রয় প্রতিষ্ঠান ‘মেক মাই শো’-এর দেওয়া এক তথ্যে।

 

এদিকে, শোনা যাচ্ছে আট হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’।

ছবিটিতে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগ্গুবাতি, তামান্না ভাটিয়া, আনুশকা শেঠি, সত্যরাজ প্রমুখ। ব্যবসাসফল ‘বাহুবলী’র দ্বিতীয় ও শেষ কিস্তি এটি।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।