ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

দু’জনের প্রথম মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৭, এপ্রিল ৮, ২০১৭
দু’জনের প্রথম মিউজিক ভিডিও আসিফ আকবর ও কনা (ছবি: সংগৃহীত)

মিউজিক ভিডিও প্রসঙ্গে কথা হচ্ছিলো জনপ্রিয় গায়িকা কনার সঙ্গে। আলাপের ওই মূহুর্তে (৮ এপ্রিল দুপুর) নতুন একটি গানের শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। জানালেন, ‘খামোখাই ভালোবাসা’ শিরোনামের একটি গানটির শুটিং করছেন তেজগাঁওয়ের কোক স্টুডিও। কাজ চলবে মধ্যরাত অবধি।

এদিকে আসিফ আকবরের সঙ্গে গাওয়া তার একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। এর নাম ‘পূজারিনী’।

জীবন মাহমুদের কথায়, নাজির মাহমুদের সুরে গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

রোমান্টিক এই গানটির ব্যয়বহুল ভিডিও প্রকাশ পেয়েছে শুক্রবার (৭ এপ্রিল) সিএমভির ইউটিউব চ্যানেলে। তপু খানের পরিচালনায় গল্পনির্ভর এই ভিডিওতে আসিফ-কনা জুটি ছাড়াও মডেল হয়েছেন লুনা এবং শাহরিয়ার রানা জুয়েল।
ভিডিও নিয়ে আসিফ বলেন, ‘বেশ রোমান্টিক গান। ভিডিওটিও দেখে ভালো লেগেছে। শ্রোতা-দর্শকরা গানটি উপভোগ করবেন আশা করছি। ’

অন্যদিকে কনা বলেন, ‘আসিফ ভাইয়ের সঙ্গে এর আগে কিছু গান করেছি। তবে এবারই সম্ভবত প্রথম আমাদের কোনও গানের ভিডিও প্রকাশ পেলো। গানটি সুন্দর। ভিডিওটিও বেশ। ’

* আসিফ ও কনার গাওয়া ‘পূজারিনী’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।