ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

দোহার ব্যান্ডের গায়ক কালিকাপ্রসাদ সড়ক দুর্ঘটনায় নিহত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৮, মার্চ ৭, ২০১৭
দোহার ব্যান্ডের গায়ক কালিকাপ্রসাদ সড়ক দুর্ঘটনায় নিহত কালিকাপ্রসাদ (ছবি: সংগৃহীত)

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ভুবন মাঝি’ ছবিতে সংগীত পরিচালনা করে বেশ উচ্ছ্বসিত ছিলেন। ১ মার্চ ঢাকায় এসেছিলেন ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে। সেই মানুষটি চলে গেলেন না ফেরার দেশে। কলকাতার জনপ্রিয় ব্যান্ড ‘দোহার’-এর গায়ক কালিকাপ্রসাদ আর নেই।

ভারতের হুগলির গুড়াপের কাছে একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কালিকাপ্রসাদ। বীরভূমের সিউড়িতে অনুষ্ঠান করে তিনি ও তার দলের বাকি সদস্যরা ফিরছিলেন কলকাতার দিকে।

কালিকপ্রসাদসহ মোট ৬ জন ছিলেন গাড়িতে। হঠাৎই রাস্তায় গাড়িটি দুর্ঘটনায় পড়ে। মঙ্গলবার (৭ মার্চ) সকালে মারা যান কালিকা।  

‘ভুবন মাঝি’র অভিনেত্রী অপর্ণা ঘোষ বাংলানিউজকে বললেন, ‘এটা বিশ্বাস করা যায় না। কলকাতা থেকে ফোনে জানানো হয়েছে কালিকা দা আর নেই। ক’দিন আগেই তিনি ঢাকা ঘুরে গেলেন! আমাদের কতো স্মৃতি, ভুলবো কীভাবে!’

‘ভুবন মাঝি’র উদ্বোধনী প্রদর্শনীতে কালিকাপ্রসাদ (বামে) ও অন্যরা- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমভারতীয় পত্রিকার সূত্রে জানা গেছে, দোহার-এর শিল্পীরা যে গাড়িতে করে যাচ্ছিলেন তার টায়ার ফেটে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। প্রচণ্ড গতিতে গাড়িটি হাইওয়ে ধরে যাচ্ছিলো। কোনও মেকানিক্যাল ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি কার্লভার্টে ধাক্কা মারে। কালিকাপ্রসাদের আঘাত গুরুতর ছিলো।

দুর্ঘটনার পরপর কালিকাপ্রসাদ ও বাকি পাঁচজনকে স্থানীয় বাসিন্দা ও গুড়াপ থানার পুলিশকর্মীরা উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরই কালিকাপ্রসাদ মারা যান। বাকি পাঁচজনের অবস্থা গুরুতর। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।  

কালিকাপ্রসাদের মৃত্যুতে শোকস্তব্ধ দুই বাংলার সংগীতাঙ্গন। কালিকার গানের সঙ্গে বাংলাদেশের শ্রোতারাও বেশ পরিচিত।  

* ‘ভুবন মাঝি’তে গাওয়া কালিকাপ্রসাদের গান: 

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।