ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

জুটন চৌধুরীর পাশে বাঙালি সাংস্কৃতিক জোট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, মার্চ ৬, ২০১৭
জুটন চৌধুরীর পাশে বাঙালি সাংস্কৃতিক জোট জুটন চৌধুরী (ছবি: সংগৃহীত)

চলচ্চিত্র সাংবাদিক জুটন চৌধুরী কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসায় ব্যয় হবে ৩০ লক্ষ টাকা। এ অবস্থায় মেধাবী এই সাংবাদিকের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন তার পরিবার। এরই মধ্যে জুটনকে আর্থিক সহায়তা দিয়েছে বাঙালি সাংস্কৃতিক জোট নামের একটি সংগঠন। 

রোববার সন্ধ্যায় (৫ মার্চ) ঢাকা ক্লাবে ‘সাংবাদিক ও সংস্কৃতির মেলবন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে জুটনের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা প্রদান করা হয়। সংগঠনটির সভাপতি চয়ন ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশার ৫০ হাজার টাকার চেকটি তুলে সাংবাদিক দেওয়ান হাবিবের হাতে।

 

ছবি: সংগৃহীতজুটন এখন চিকিৎসাধীন আছেন কলকাতার অ্যাপোলো হাসপাতালে। তিনি জানিয়েছিলেন সুস্থ হয়ে আবার কাজে ফিরতে চান। জুটন চৌধুরীকে আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা— 
অ্যাকাউন্ট নম্বর ০১১৩৪০০৬০৭৯। তাড়াইল ব্রাঞ্চ, ব্যাংক এশিয়া লিমিটেড।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।